ভোট প্রাক্কালে একনজরে দেখে নেওয়া যাক জেলার করোনা পরিস্থিতির আপডেট

ধর্মীয় কারণে অতীতে বহুরূপী মহারথীর আবির্ভাব ঘটেছে এই নদীয়ায়! আর সেই সুবাদে এবং রাস তাঁতের শাড়ি প্রসিদ্ধমিষ্টি নানা কারণে গুণীজনের আগমন ঘটে থাকে মাঝেমধ্যেই। তবে এবার ভোট উৎসবে শামিল হতে ছুটে আসছেন রাজ্য বা দেশের নানা দলের সমর্থনে গুনিমান্যরা। রুপালি জগতের নায়ক-নায়িকা গায়ক গায়িকা তো আছেই! প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের নিত্য আগমন ঘটছে এই ভোটকে কেন্দ্র করে। আকাশে মেঘ সরিয়ে , মাঠের ধুলো উড়িয়ে ঠাণ্ডা ঘরে থাকতে অভ্যস্তরাও তপ্ত দুপুরে গ্রীষ্মের দাবদাহে ভোট ভিক্ষায় বিনয়ী। হলিউড টলিউডের গ্ল্যামারিয়াস নায়ক নায়িকাও ধুলো মাখতে প্রস্তুত, একটি ভোটের জন্য। সভা-সমিতি রোড শোতে জেরবার শহর থেকে গ্রাম। হাজারো পেরিয়ে লাখো মানুষের সমাগম স্বাস্থ্যবিধি ভুলেই। প্রশাসনিক কর্তা ব্যক্তিরা কাজের চাপে, রাজনৈতিক নেতা কর্মী সমর্থকরা ভোট সংগ্রহের চাপে ভুলেছেন পারস্পরিক দূরত্ব, মুখবন্ধনীর ব্যবহার, স্যানিটাইজার ।
সামনে সমূহ বিপদ জেনেও ভোটের নেশায় মত্ত। কিন্তু করোনা কি !থমকে আছে? দ্বিতীয় ঢেউ কি অস্বীকার করতে পারি আমরা! রাজ্য দৈনিক আক্রান্তর সংখ্যা ক্রমাগত বাড়ছে।
জেলায় 18974 জন। যার মধ্যে মৃত্যু ঘটেছে 343 জনের।
একনজরে দেখে নেব নদীয়ার করোনা পরিস্থিতি:-

*বিরনগর মিউনিসিপালিটি 131 জন
*চাকদহ 15 67 মিউনিসিপালিটি 1382জন
*চাপড়া 641 জন
*কুপার্স ক্যাম্প 119 জন
*গয়েশপুর *মিউনিসিপালিটি 351 জন
*হাঁসখালি 901জন
*হরিণঘাটা 767 মিউনিসিপালিটি 545
*কালিগঞ্জ 467 জন
*কল্যাণী মিউনিসিপ্যালিটি 1052 জন
*করিমপুর ১ -433 / ২- 313 জন
*কৃষ্ণগঞ্জ 542 জন
*কৃষ্ণনগর ১-641 /২- 617 মিউনিসিপালিটি 1078 জন
*নবদ্বীপ 693 মিউনিসিপ্যালিটি 423 জন
*নাকাশিপাড়া 760 জন
*রানাঘাট ১-348 /২-1174 মিউনিসিপ্যালিটি 866 জন
*শান্তিপুর 568 মিউনিসিপ্যালিটি 712 জন
*তাহেরপুর 39 জন
*তেহটটো ১-136 জন ২-298 জন।