এই বছর নির্বাচনে বড় স্লোগান খেলা হবে। ছাতা, জলের, বোতল ,চাবির রিং, শাড়ি, ফতুয়া, কুর্তি, টি-শার্ট, টুপি সবেতেই উঠে এসেছে এই বাক্যটি। তীব্র দাবাদহে বিভিন্ন রাজনৈতিক দল গুলি প্রচার শুরু করে দিয়েছে ।বাদ যাচ্ছেনা নানা ধরণের চটুল উক্তি নানা ধরনের প্রচার ।সব কিছুতেই রাজনীতির ছোয়া ।তাই ধূর্তব্যাবসায়ীরা নেমে পড়েছে রাজনীতির আবেগ কাজে লাগিয়ে তাদের বাবস্যা পরিধি বাড়াতে! ইতিমধ্যে রানাঘাটের প্রসিদ্ধ মিষ্টি ব্যাবসায়ী সোমনাথ কুন্ডু তিনি সাড়া ফেলে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন দিয়ে মিষ্টি তৈরী করে । বিজেপি সিপিএম কংগ্রেস এবং তৃণমূল মূলত এই চার রাজনৈতিক দলের প্রতীককে ছাঁচে বন্দি করে , অসাধারন শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন সন্দেশে। তার মধ্যে খেলা হবে সন্দেশ এখন হিট, দেদার বিকোচ্ছে তৃণমূল কর্মীদের মধ্যে। ক্ষিরের তৈরী এই সন্দেশ দাম 25 টাকা প্রতি পিস । দোকানদার জানান নির্বাচন পর্যন্ত এই সন্দেশ বিক্রি হবে দোকানে । তবে এলাকা সূত্রের খবর অনুযায়ী জানা যায় শুধু এ বছর নয় বিগত বেশ কয়েক বছর ধরে নির্বাচনের ফল প্রকাশের আগে এ ধরনের মিষ্টি বানিয়ে থাকেন তিনি।
প্রচার এর ফাঁকে খিদে নিবারণ হোক বা রাজনৈতিক নেতৃত্বের সাথে সৌজন্য বিনিময়! অন্য কিছু উপহারের থেকে এ ধরনের সন্দেশ