সকাল সকাল নিজের এলাকায় সুরেন্দ্রনাথ প্রাথমিক স্কুলে ১৭৫ নম্বর বুথে ভোট দিলেন পূর্বস্থলীর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব ভৌমিক. ভোটদান শেষে এদিন তিনি জানান কভিড মানুষের কাছে একটা বড় আতঙ্ক, করোনা মহামারীর থেকেও বড় আতঙ্ক তৃণমূল.আর গভীর আতঙ্ক থেকে উপেক্ষা করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে. আর তাই অন্যান্য বারের থেকে এবার পার্সেন্ট ভোট বেশি পড়বে. এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে. এরপরই বিভিন্ন এলাকায় ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শনের জন্য বেরিয়ে পড়েন রাজীব বাবু.