বুথের কর্মি সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দেন পুলিশ

পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভার অন্তর্গত ২০৩ ও ২০৭ নম্বর বুথের কর্মি সমর্থকদের অমরপুর এবং মুইদিপুরে বাড়িতে বাড়িতে গিয়ে গত রাতে আনুমানিক রাত একটার সময় জামালপুর থানার পুলিশ কোনো নোটিশ এবং অভিযোগ ছাড়াই হুমকি দেয় বলে জানা যায়। এছাড়াও গত চতুর্থ দফা নির্বাচনে গুলিতে যে চারজনের মৃত্যু হয়েছে একথাও উল্লেখ করে হুমকি দেন বলে জানা যাচ্ছে। এই হুমকির প্রতিবাদে আজ মুইদিপুর পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিজেপির কর্মিরা।