আগামী পয়লা এপ্রিল সোনামুখী বিধানসভায় ভোটগ্রহণ তার আগে সোনামুখীতে ফের তৃণমূল কংগ্রেসে ভাঙ্গনে রিতিমত অস্বস্তিতে পরল সোনামুখী বিধানসভার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । বৃহস্পতিবার সোনামুখী ব্লকের নিত্যানন্দপুরে ” ফ্রেন্ডস ক্লাব ” এর আশি জন সদস্য সহ গ্রামের আশিটি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলো । যোগদানকারীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামী । নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন স্বাভাবিকভাবেই সোনামুখী বিধানসভা এলাকায় তৃণমূলের পায়ের তলার মাটি দুর্বল করল । বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান বিজেপির দলীয় সংগঠন আরো বেশী মজবুত করবে তা আর বলার অপেক্ষা রাখে না ।
বিজয় সরকার নামে ফ্রেন্ডস ক্লাবের এক সদস্য বলেন , এর আগে আমরা তৃণমূল কংগ্রেস করতাম ওরা দশ বছর আমাদের প্রতিশ্রুতি দিয়ে এসেছে কাজের কাজ কিছুই করেনি তাই তৃণমূল কংগ্রেস ছেড়ে আমরা বিজেপিতে যোগদান করলাম ।
সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামী আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন , সোনামুখী বিধানসভায় বিজেপি জয়লাভ করবে কারন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় বলি সোনামুখী বিধানসভার মানুষ বহিরাগত প্রার্থীকে মেনে নেবে না । তবে আগামী দিনে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি ।