বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে করিমপুরে তৃণমূলের বাইক রেলি

রবিবার জমজমাট প্রচার শুরু করলেন করিমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়। এদিন করিমপুর দু’নম্বর ব্লকের জামতলা মোড় এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় থেকে কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে প্রায় ১২ কিলোমিটার এক সুবিশাল বাইক রেলি করা হয়। তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায় বলেন, মানুষের দুর্দান্ত সাড়া পাচ্ছি।