নদিয়া চাকদা বিধানসভার বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষ এর হয়ে চাকদহ শহর বিজেপি নেতৃত্ব সাধন বিশ্বাস ফেসবুকে ইভিএম মেশিন এর ছবি তুলে পোস্ট করায় ক্ষুব্ধ চাকদাহ বিধান সভার তৃণমূল প্রার্থী শুভংকর সিংহ , বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন অভিযোগ করছে বলে জানা গেছে।