মা-বোনেরা কষ্ট করেন কষ্ট না করলে কেষ্ট পাবেন কি করে, বাংলার নেত্রীও সারাদিন কষ্ট করে তাইতো কেন্দ্রের বিজেপির নেতারা একা একটা মেয়েকে হারানোর জন্য ডেলি প্যাসেঞ্জারি করছে। ভেবে দেখুন একবার এরা ক্ষমতায় এলে করোনা মহামারীর থেকেও ভয়ানক আকার ধারণ করবে নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার রেলগেট সংলগ্ন এলাকায় কৃষ্ণগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী ড:তাপস মন্ডলের সমর্থনে এক জনসভায় যোগদান করে কেন্দ্রের বিজেপি সরকারকে এভাবেই তীব্র ভাষায় আক্রমণ করলেন জয়া বচ্চন। যদিও জনসভায় বক্তব্যের মধ্য দিয়ে প্রথমেই করোনা সতর্কতাঃ বার্তা দেন সাধারণ মানুষের উদ্দেশ্যে এর পরেই রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয় তুলে ধরেন তিনি। তিনি বলেন এ রাজ্যের আম জনতার জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন মমতা আর কেন্দ্রের বিজেপি যদি এরাজ্যে সরকার গঠন করে তাহলে কিছুই দেবে না শুধুই ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতি। ওরা দিন-রাত মিথ্যা কথা বলে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে জয় শ্রীরাম স্লোগান দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরী করার চেষ্টা করছে এসব প্ররোচনায় পা দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় একা একটা মেয়ে ওরা পুরো দল কেন্দ্র থেকে এসে প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করছে! ভয় পাবেন না 2021 এর বিধানসভা নির্বাচনে ক্ষমতায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই আসছে, আর আপনাদের জন্য বাংলার জন্য আরো সুদিন আসছে। বেকারদের কর্মসংস্থান, যুবদের চাকরি, স্বাস্থ্যব্যবস্থা, শিল্প সবকিছুরই সমাধান হয়ে যাবে। এখানে আসার কথা ছিলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি গান্ধী মূর্তি পাদদেশে ধরনায় বসেছেন। আর তার ঘাটতি পূরণ করতেই ছুটে এসেছেন জয়া বচ্চন, এমনটাই জানা যায় দলীয় সূত্রে।