বিজেপির ভোট প্রচারে দেওয়ালে গোবর!

বিজেপি প্রার্থীর নাম ও প্রতীক চিহ্ন কাঁদা দিয়ে মুছে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য, অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা এলাকায়। সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্ণ পল্লী এলাকায় দেওয়ালে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এর নাম এবং প্রতীক চিহ্নে কাঁদা দিয়ে মুছে দেওয়া হয়। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে। তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাওয়ার কারণে এই ঘটনা।এর পাশাপাশি তিনি অভিযোগ তোলেন দেওয়ালে একটি ক্যালেন্ডার টানিয়ে দেয়া হয় যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজয় দে এবং তার সঙ্গীদের ছবি রয়েছে। এ থেকেই স্পষ্ট এই কাজ তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীরা করেছে। যদিও বিজেপি তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের দাবি প্রার্থী নিয়ে বিজেপির গোষ্ঠী কোন্দল রয়েছে। যে কারণে বিজেপি কর্মীরা তাদের প্রার্থীকে পছন্দ করছে না বলেই এই কাজ করেছে।