ফুটবলই বাঙালিয়ানার আবেগ! নদীয়ার চাপড়ায় নির্দলের নির্বাচনী প্রতীক হিসাবে “খেলা হবে” র ফুটবলকেই পেতে চাইছে জেবের অনুগামীরা

ফুটবল নিয়ে বাঙালির আবেগ নস্টালজিক ! তার উপর মুখ্যমন্ত্রীর শুভাকাঙ্ক্ষী হিসেবে নদীয়া চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জেবেরর সেখ অনুগামীরা বহিরাগত রুকবানু রহমানকে মেনে নিতে নারাজ! তাদের ঘরের ছেলে জেবেরকে প্রার্থী করেছে নির্দল হিসাবে, তবে আশ্চর্য ব্যাপার দল বিরোধী কাজের জন্য তাকে এখনো পর্যন্ত বহিস্কার করা হয়নি, বহাল তবিয়তে রয়েছেন চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হিসাবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখনো পর্যন্ত জেবের শেখের সাথে জেলা সভাপতি মহুয়া মৈত্র , এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিরাজমান। জেবের অনুগামীরা একটি শব্দও ব্যবহার করেননি তৃণমূলের বিরুদ্ধে। তবে কি নিঃশব্দ বিপ্লব করে, ন্যায়ের এর জন্য অন্যায়ের পথ বেছে নিয়েছেন তারা ? রাজনীতি বিশেষজ্ঞগণ তাকিয়ে রয়েছে এই চাপড়া কেন্দ্রের দিকে। জনোচ্ছ্বাসের ভিত্তিতে যেখানে বেনোজির দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে লিচুতলা তৃণমূল কর্মীরা?যতদিন এগিয়ে আসছে ভোটের ততই ভোট প্রচারে পরিবর্তন আসছে নতুনত্বের। সোমবার চাপড়ার গোয়ালডাঙ্গাই ফুটবল নিয়ে প্রচার দেখা গেলো নির্দল প্রার্থী জেবের সেখের ভোট প্রচারে। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও নির্দল প্রার্থীর চিহ্ন জানা যায়নি। কিন্তু এদিন ফুটবল নিয়ে প্রচারকে ঘিরে দানা বাঁধছে রহস্যের। তবেকি ফুটবল চিহ্ন পেতে পারেন নির্দল! যদিও সেই ছবিটা স্পষ্ট হবে আর দু দিনের মধ্যে। কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়াই ফুটবল চিহ্নকে ঘিরে জেবের সেখের অনুগামীদের উল্লাস তুঙ্গে। সোমবার বেশ জোরকদমে প্রচার সেরে ফেললেন নির্দল প্রার্থী। এদিন বিকাল থেকে একটানা রাত্রি পর্যন্ত প্রচার করেন চাপড়ার বিভিন্ন এলাকায়।এদিন তিনি প্রচার করেন গোয়ালদাঙা , কল্যাণদহ ও সীমান্তবর্তী হৃদয়পুর অঞ্চলের ভাটগাছি গ্রামে। এই ভাবেই প্রতিদিন তিনি পায়ে হেঁটে বিভিন্ন এলাকায় গিয়ে ভোট প্রচার ও জনসংযোগ সেরে ফেলেছেন সাধারণ মানুষের মধ্যে। তিনি প্রত্যেকের কাছে অনুরোধ করেন তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে নির্দল প্রার্থীর হাত শক্ত করার জন্য।