দুদিনের নদিয়া জেলা সফরে আসছেন প্রধানমন্ত্রী। ১০তারিখ আসছেন কৃষ্ণনগর ও ১২তারিখ কল্যাণী। তার সভা ঘিরে প্রস্তুতি চলছে জোর কদমে। দফায় দফায় রাজ্য নেতৃত্ব আসছেন পরিদর্শনে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হবে গোটা এলাকা। স্টেজ বাধার কাজ চলছে জোর কদমে। থাকছে তিনটি স্টেজ, তিনটি হ্যালিপ্যাড। প্রায় ৩লাখ কর্মী সমর্থকদের ভিড় হবে বলে জানান বিজেপির নেতৃত্বরা।