মাঝে আর মাত্র কয়েকটি দিন! আগামী দশই মার্চ শনিবার বার বেলায়, দুপুর ঠিক সাড়ে বারোটা নাগাদ দেশের প্রধানমন্ত্রী এসে পৌঁছাবেন নদিয়ার কৃষ্ণনগরে। কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক বিজেপি জেলা কমিটির তত্ত্বাবধানে মাঠে আগামীকাল থেকে চলবে তারই প্রস্তুতি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির উৎসাহী কর্মী সমর্থকেরা হাজির হবেন এই মাঠেই, বেশকিছু সাধারণমানুষ অরাজনৈতিকভাবেও প্রধানমন্ত্রী শুভাকাঙ্খী হিসাবে স্বচোখে চাক্ষুষ করতে উপস্থিত হচ্ছেন বলেই জানা গেছে বিশেষ সূত্রে। আগামীকাল থেকেই ব্যস্ত হয়ে পড়বেন জেলার প্রশাসনিক মহলও। হিন্দু ধর্মেরশাস্ত্র অনুযায়ী, হোম যজ্ঞের মাধ্যমে সমস্ত বাধা বিঘ্ন দূরে সরিয়ে, মঙ্গল কামনায় পূজায় বসেছেন জেলা নেতৃত্ব। মূল স্টেজের খুঁটিও পূজিত হলো আজ। জেলায় 17 টি বিধানসভার বিজেপি প্রার্থীরাও উপস্থিত থাকবেন মূলমঞ্চে যার মধ্যে কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক এলাকায় নজন , ছাত্র যুব মহিলা শ্রমিক শিক্ষক নানা গণসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। লাখো মানুষের পানীয় জল, প্রাথমিক চিকিৎসা, অ্যাম্বুলেন্স, ইমারজেন্সি প্রবেশ প্রস্থান পথ, মূল মঞ্চ, সাংবাদিকদের বসার ব্যবস্থা, সিসি ক্যামেরা, জায়েন্ট স্ক্রিন , এইরকমই নানান বিধিব্যবস্থা শুরু হচ্ছে আগামী কাল থেকেই। আর তাই নিয়ে সাজো সাজো রব বিজেপির রাজনৈতিক অন্দরমহলে।
কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের প্রার্থী বিজেপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুকুল রায় নিজে প্রার্থী হওয়ার কারণে প্রধানমন্ত্রীর আগমন অন্য এক মাত্রা পাবে বলেই অনুমান করছেন রাজনৈতিক অভিজ্ঞরা।