প্রথম দিনে প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী, জনসংযোগে তৃণমূল ছেড়ে যোগ বিজেপিতে

ভোট প্রচার ও জনসংযোগ বাড়াতে রবিবার বেড়িয়ে পড়লেন মালদহের চাঁচল বিধানসভার বিজেপির প্রার্থী দীপঙ্কর রাম।প্রার্থী ঘোষিত হওয়ার তিনদিন পর প্রচারে বেড়িয়ে জনতার কাছ থেকে ব‍্যাপক সাড়া মিলছে বলে দাবি বিজেপি প্রার্থীর।এদিন সকাল চাঁচল সদরের বাজার পাড়া,ব্লক পাড়া,থানা পাড়া ও আশ্রম পাড়ায় প্রচার চালানো হয়।সঙ্গ দিয়েছিল চাঁচল-১ নং মন্ডল বিজেপি সভাপতি প্রশান্ত পাল সহ শতাধিক বিজেপি নেতৃত্ব।ভূমি পুত্র প্রার্থীর উচ্ছাস এখনো কর্মীদের মধ‍্যে অব‍্যাহত।এদিন প্রচারের তালে তালে সূর দিয়ে শঙ্খ ও উলুর।চায়ের দোকান,শ্রমিক,ছাড়াও ঘরে ঘরে পৌঁছে ভোট আবেদন করেন বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম।ভোট প্রচারের শেষে থানা পাড়া ও আশ্রম পাড়া দুটি নির্বাচনী কার্যালয়েরও উদ্বোধন করা হয় এদিন।তার সাথে থাহাঘাটির প্রায় ২০ জন যুবক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে বলে দাবি বিজেপি প্রার্থীর।তৃণমূলের সরকারে অনুন্নয়নে ও ভূমিপূত্র প্রার্থী পেয়েই এই যোগদানের হিড়িক লেগেছে বলে দাবি বিজেপি নেতৃত্বের।
এদিন প্রথম দিন প্রচারে বেড়িয়ে বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম জানান, স্থানীয় প্রার্থী পেয়ে ব‍্যাপক সাড়া মিলছে এবং চাঁচলে এবার পদ্মফুল ফুটছে নিশ্চিত চাঁচলের গেরুয়া শিবির।

এদিকে চাঁচল-১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবব্রত সিংহ বলেন,মানুষ স্থানীয় প্রার্থী দেখে নই!তৃণমূল সরকারের উন্নয়ন লক্ষ্য করেই গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে।
যোগদানের বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল।এইরকম প্রতিদিনই তৃণমূল যোগ দেয় মানুষ বলে দাবি তৃণমূল কংগ্রেস সভাপতি দেবব্রত সিংহের।