প্রচার এর ফাঁকেই, সত্যজিৎ বিশ্বাস খুনের মামলার হাজিরা বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের!

সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় বৃহস্পতিবার রানাঘাট মহকুমা আদালতে এসে হাজিরা দিলেন রানাঘাটের সাংসদ তথা শান্তিপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। কৃষ্ণগঞ্জ এর বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় ষড়যন্ত্রের অভিযোগে সাপ্লিমেন্টারি চার্জশিটে সিআইডি নাম দিয়েছিল রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের।এই মামলায় অবশ্য ইতিমধ্যেই জামিন নিয়েছেন জগন্নাথ সরকার। এদিন ওই মামলার তারিখ থাকায় জগন্নাথ সরকার রানাঘাট মহাকুমা আদালতে এসে হাজিরা দেন। এ বিষয়ে জগন্নাথ সরকার বলেন ষড়যন্ত্র করে তাকে এই মামলায় জড়ানো হয়েছে । আগামীতে তা প্রমাণিত হবে।