প্রচারে বেরিয়ে মানুষের যেভাবে আশীর্বাদ পাচ্ছি তাতে করে আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনসংঘ বিপুল ভোটে জয়লাভ করবে।এদিন বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়ে কথা বললেন শান্তিপুর বিধানসভার ভারতীয় জনসংঘ প্রার্থী সুফল সরকার।ভারতীয় জনসংখ্যার হয়ে প্রদীপ চিহ্নের তিনি শান্তিপুর বিধানসভায় মনোনয়নপত্র জমা দেন। তারপর থেকেই বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়ে পড়েন তিনি। সুবল সরকার বলেন বিভিন্ন জায়গায় প্রচার এগিয়ে মানুষ দুহাত তুলে যেভাবে আশীর্বাদ করছে এই নির্বাচনে আমি জয়লাভ করবো এটুকু আশাবাদী। আমাদের মূল লক্ষ্য মানুষের পাশে থাকা। আর মানুষ যেভাবে সাড়া দিচ্ছে আমরা তাতে আরো উজ্জীবিত হচ্ছি।