পানীয় জলের দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন নদিয়ার কালিনগর পুরনো পাড়ার বাসিন্দারা

নির্বাচনের প্রাক্কালে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠছে জলের দাবিতে ভোট বয়কটের ডাক। এবার পরিশ্রুত ও পর্যাপ্ত পানীয় জলের দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন নবদ্বীপ থানার অন্তর্গত কালিনগর পুরনো পাড়া গ্রামের বাসিন্দারা। গরম পড়তেই প্রতিবছরই তীব্র পানীয় জলের সংকট দেখা দেয় নদিয়ার কালিনগর পুরনো পাড়ার বিস্তীর্ণ অঞ্চলে। জলের জন্য আবেদন-নিবেদনে মিলেছে শুধুই আশ্বাস, কাজ হয়নি। তাই এবার ভোট বয়কটের ডাক দিলেন নবদ্বীপ থানার অন্তর্গত কালিনগর পুরনো পাড়ার একটি গোটা গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, সভ্য দেশের নাগরিক হয়েও ন্যূনতম প্রয়োজনের দাবিতে নামতে হচ্ছে পথে। বছরের পর বছর কেটে যাচ্ছে তবুও মিলছে না পরিশ্রুত পানীয় জল। এমনিতেই আর্সেনিক প্রবন এলাকা কালিনগর পুরনো পাড়াসহ বিভিন্ন গ্রাম। তারপর নলকূপ থেকে মিলছে না জল, আবেদন করেও সাড়া পাওয়া যাচ্ছে না, শুধুই আশ্বাস মিলেছে, জল মেলেনি। তাই এবার পরিশ্রুত পানীয় জলের দাবিতে রবিবার সকাল থেকেই কলসি, বালতি সহ একাধিক জলের খালি পাত্র নিয়ে প্রায় ৯০ টি পরিবার ভোট বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এই জল আন্দোলনে সামিল গ্রামের মহিলা ও শিশুরাও। এ বিষয়ে মহিশুরা পঞ্চায়েত প্রধান আকমল সর্দার বলেন, ভোট বয়কটের সঙ্গে জলের কোন সম্পর্ক নেই বলে তিনি অস্বীকার করেন। ভোট মিটে গেলে সজল ধারার প্রতিশ্রুতি দিয়েছেন সেখানকার গ্রামবাসীদের বলে তিনি জানান। তাই এবার জল সংকট দূর করার দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে এই আন্দোলনে নেমেছে গ্রামের মানুষ।