নির্বাচনের দুসপ্তাহ আগে প্রার্থীর সমর্থনে তৃণমূলের কর্মীসভা

এলাকায় নির্বাচনের দুসপ্তাহ আগেই সক্রিয়তা দেখালো অঞ্চল তৃণমূল কংগ্রেস।৪৫-চাঁচল বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীর সমর্থনে একটি বুথ ভিত্তিক কর্মী সভার আয়োজন করা হয় রবিবার সন্ধ্যায়।বিধানসভার কলিগ্রাম অঞ্চলের প্রাণসাগর বুথে ওই কর্মীসভায় আয়োজন করা হয়। শাসকদলীয় কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান রেজাউলের খানের নেতৃত্বে কর্মীসভায় উপস্থিত হয়েছিলেন চাঁচল-১ নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শচীদানন্দ চক্রবর্তী,কলিগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি গৌতম দাস সহ ব্লক-অঞ্চল নেতৃত্ব।এদিন সন্ধ্যায় ওই কর্মসূচিতে বুথের প্রায় ৭০ শতাংশ ভোটার হাজির হয়েছিলেন বলে দাবি তৃণমূলের।
এছাড়াও জনাকয়েক প্রবীণ রেজাউল খানের হাত ধরে অন‍্যান‍্য দল ছেড়ে ঘাসফুলে যোগ দিয়েছে বলে দাবি করা হয়েছে।