নির্বাচনের আর কয়েক ঘন্টা বাকি থাকতেই নবদ্বীপে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে

ষষ্ঠ দফার ভোট গ্রহণের আর কয়েক ঘন্টা বাকি। শেষবেলায় নবদ্বীপ শহর থেকে অশান্তির খবর উঠে আসছে। এদিন রাত ১০ টা নাগাদ নবদ্বীপ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের রানি চড়া এলাকায় তৃণমূল-বিজেপি ব্যাপক সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, ভাঙচুর করা হয় বিজেপির দলীয় কার্যালয়। ঘটনায় আহত হয় বিজেপির বেশ কয়েকজন কর্মী। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, আহত বেশ কিছু বিজেপি কর্মীদের নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও ঘটনার খবর সামনে আসা মাত্রই ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ। অতীতের থেকে এবার অনেক বেশি সতর্ক নির্বাচন কমিশন। তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।