নির্বাচনী ইশতেহার বিলি মহিলা তৃণমূল কংগ্রেস

দিদির ১০ অঙ্গীকার বাড়ি বাড়ি নির্বাচনী ইশতেহার বিলি কর্মসূচি নবদ্বীপ মহিলা তৃণমূল কংগ্রেসের। গতকাল বিকেলে নবদ্বীপ পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের ফাসিতলা পাতাল সাধু সরণী এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে যায় নবদ্বীপ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মীরা। সেখানে প্রতিটি বাড়িতে বাড়িতে আসন্ন বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের দশটি অঙ্গীকার বা নির্বাচনী ইশতেহার হাতে ধরিয়ে নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের প্রার্থী পুন্ডরীকাক্ষ সাহা কে ভোট দেওয়ার আবেদন জানায়। এ বিষয়ে এদিন তৃণমূলের এক মহিলা কর্মী জানায়, ব্যাপক সাড়া পাচ্ছি নবদ্বীপের মানুষের কাছে। এবং পঞ্চম বারের জন্য আমাদের পুন্ডরীকাক্ষ নন্দ সাহা কেই চাই এবং বাংলার নিজের মেয়েকে চায়।