নির্বাচনী ইশতেহার প্রকাশ তাজিমুল এর

হরিশ্চন্দ্রপুর বিধানসভার দুটি ব্লকের সভাপতিকে নিয়ে তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন ৪৬ নং হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের শাসক দলের প্রার্থী তাজিমুল হোসেন। এদিন তার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন তাজিমুল বাবু। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর -১ নং ব্লকের তৃণমূল সভাপতি মানিক দাস এবং হরিশ্চন্দ্রপুর- নং ব্লকের সভাপতি হযরত আলী।

নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে গিয়ে বিধানসভার প্রার্থী তাজিমুল হোসেন জানান আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় রাজ্যের সকল শ্রেণীর মানুষের কথা চিন্তা করে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। মানুষের আশীর্বাদে আবার মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল তৃতীয়বারের জন্য সরকার গড়বে। তখন এই ইস্তাহারে প্রকাশিত কাজগুলো করা হবে। দুয়ারে সরকারের মত দুয়ারে রেশন ও পাঁচ লক্ষ বেকারের চাকরি বছরে এ ধরনের প্রচার কর্মসূচী আমরা নেব আগামী পাঁচ বছরের জন্য।

তজমুল বাবু আরো জানান বিগত ১০ বছরের তৃণমূলের সরকারের আমলে হরিশ্চন্দ্রপুর এলাকায় প্রচুর উন্নয়ন হয়েছে। আইটিআই কলেজ থেকে দমকল বিভিন্ন গ্রামে গ্রামে রাস্তা সরকারি স্কুল চিকিৎসালয় গড়ে উঠেছে। আগামী পাঁচ বছরে দিদি নেতৃত্বে বাংলায় উন্নয়নের ধারা বইবে।