নবদ্বীপে বিজেপি প্রার্থীর ভোটপ্রচারের অস্ত্র “জনসংযোগ”

প্রার্থী ঘোষণার পরদিন থেকেই ভোট প্রচারে নেমে পড়েছেন নবদ্বীপের বিজেপি প্রার্থী সিদ্ধার্থশঙ্কর নস্কর। প্রতিদিনের মত বুধবার সকালে জনসংযোগ বাড়াতে নবদ্বীপ পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের চারিচারা বাজার এলাকায় ঘুরলেন এবং মানুষের সঙ্গে জনসংযোগ করলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থশঙ্কর নস্কর। জনমানসে ব‍্যাপক সাড়া মিলছে বলে দাবি করেন বিজেপি প্রার্থী সিদ্ধার্থশঙ্কর নস্কর। বিজেপি প্রার্থীর সঙ্গে ছিলেন নবদ্বীপ দক্ষিণ মণ্ডলের যুব মোর্চার সভাপতি প্রসেনজিৎ সাহা সহ শতাধিক বিজেপি কর্মী।