নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কনভেনার দীপক বসুর দাবি জেলায় মাত্র তিন থেকে পাঁচটি আসন জয়লাভ করতে পারে বিজেপি

নাকাশিপাড়া, চাকদহ , শান্তিপুর ,নবদ্বীপ তেহটটো, করিমপুর, কল্যাণী, কৃষ্ণনগর উত্তর , কৃষ্ণনগর দক্ষিণের, কালিগঞ্জ, কৃষ্ণগঞ্জের মত বেশিরভাগ বিধানসভায় এবছর নির্বাচনে জয়লাভ করতে পারছেন না বলেই মনে করেন নদীয়া জেলা পরিষদের সহ-সভাপতি দীপক বসু।তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কনভেনার হিসেবে, খুব কাছ থেকে দেখেছেন প্রতিটি বিধানসভা, খোঁজখবর নিয়েছেন বিভিন্ন মাধ্যমে, বিজেপির মহাদেব সরকার, মুকুটমণি অধিকারী, জগন্নাথ সরকার, এমনকি মুকুল রায়ের জয় লাভের কোন ইঙ্গিত নাকি দেখতে পাচ্ছেন না তিনি! এমনকি চাপড়ায় রুকবানু রহমানের জেতার ক্ষেত্রেও আশাবাদী তিনি।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সারা রাজ্যে 200 বেশি আসন নিয়ে মা মাটি মানুষের সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে। যার মধ্যে নদীয়ায় 17 টি আসনে হাতে গুনে 3 থেকে 5 টি আসন পেতে পারে বিজেপি।