নদীয়া জেলায় পৃথক দুটি জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়

পঞ্চম দফা নির্বাচনে নদীয়ার আট কি বিধানসভা কেন্দ্রের ভোট পর্ব শেষ হয়েছে গতকাল। আগামী বাইশে এপ্রিল ফের নটি বিধানসভা কেন্দ্রের ভোট হবে এই জেলাতে। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রবিবার সকাল থেকে পরপর দুটি নির্বাচনী জনসভায় যোগদান করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভাটি ছিল এদিন সকালে তেহট্টের শ্যামনগরে। পলাশীপাড়া কেন্দ্রের প্রার্থী ডঃ মানিক ভট্টাচার্য ও তেহট্টের তৃণমূল প্রার্থী তাপস সাহার সমর্থনে এইদিন জনসভা করেন মুখ্যমন্ত্রী। এরপর সভার শেষে তিনি চলে আসেন কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এর সমর্থনে ধুবুলিয়া সুকান্ত স্পোর্টিং ক্লাব ময়দানে আসন্ন নির্বাচনে উজ্জ্বল বিশ্বাসকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করার বিষয়ে জনসভা মঞ্চ থেকে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়