বিক্ষিপ্তভাবে সারা জেলাজুড়ে বিজেপিপ্রার্থী বদলের দাবিকে কেন্দ্র করে অনশন, বিজেপির জেলা পার্টি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ, জাতীয় সড়ক বা অন্যান্য রাজপথে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এখন সহজাত হয়ে দাঁড়িয়েছে। যদিও আজ রানাঘাটে দক্ষিণ জেলা সাংগঠনিক বিজেপি কার্যালয়ে রাজ্য বিজেপির সহ-সভাপতি বিশ্বরূপ রায় চৌধুরী অর্থাৎ বালুদা এসে সাফ জানিয়ে দেন, দলীয় ভাবে আলোচনা চলবে তবে প্রকাশ্যে কোনরকম বিরোধিতা বরদাস্ত করা হবে না দলীয় পক্ষ থেকে।
তার পরেও ,নদিয়া শান্তিপুরে আজ সন্ধ্যা সাতটা নাগাদ, কে সি দাস রোডে অবস্থিত সোনার বাংলা লজে শান্তিপুর বিধানসভা নির্বাচন কার্যালয়ের সামনে কেউ বা কারা একটি টোটো তে মাইক প্রচার রত অবস্থায় রাস্তার মাঝে একটি টায়ারের আগুন ধরিয়ে দিয়ে, কিছুক্ষণের মধ্যে অদৃশ্য হয়ে যায়! সনার বাংলা লজে উপরের ছাদ থেকে বেশকিছু বিজেপি কর্মী সমর্থক ক্যামেরাবন্দী করেন। এ বিষয়ে মন্ডল সাগর মন্ডল ১ এর সভাপতি বিপ্লব কর জানান, শান্তিপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অজয় দের ঘনিষ্ঠরা, বিজেপি গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আনার অভিসন্ধিতে এ কাজ করেছে। সমস্ত প্রমাণাদিসহ শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করতে চলেছি, দোষীদের কঠোর শাস্তির দাবি করি। যদিও শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরবিন্দ মৈত্র জানান, প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপি গোষ্ঠী কোন্দল যেভাবে প্রকাশ্যে এসেছে, তাতে এ ধরনের ঘটনা অস্বাভাবিক কিছু নয়, তবে এর সাথে তৃণমূল কংগ্রেসের কোন সম্পর্ক নেই।