নদীয়ার শান্তিপুরে বিজেপির পতাকার উপরে মলত্যাগের অভিযোগ তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে! অভিযোগ অস্বীকার তৃণমূলের

নদীয়ার শান্তিপুর শহরের 16 নম্বর ওয়ার্ডের ন্যাশনাল ক্লাবের মাঠের পাশে একটি কলা গাছ, কয়েক বছর আগে লাগানো একটি গাছে কোপ মারে দুষ্কৃতীরা। বিজেপির বিভিন্ন ফ্লেক্স ফেস্টুন ছিড়ে, পতাকা রাস্তায় ফেলে তার উপর মলত্যাগ করে রাখে কেউ বা কারা, তা জানা যায়নি তবে ওই এলাকার বিজেপির কর্মকর্তা এবং সমর্থকরা আজ সকালে লক্ষ্য করেন বিষয়টি। এরপর উচ্চ নেতৃত্বকে জানানোর পর, শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা করেন তারা। এ ব্যাপারে স্থানীয় বিজেপি নেতৃত্ব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাজ বলেই অভিযোগ করেন। অন্যদিকে তৃণমূলের ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক জানান, এ ধরনের নোংরা কাজ তৃণমূল প্রশ্রয় দেয় না। বিজেপির টিকিট পাওয়াকে কেন্দ্র করে বিজেপির একটি অংশের বিক্ষোভ জনসমক্ষে এসেছিলো, তারাই করে থাকতে পারে। এটা ওদের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া আর কিছু নয়।