নদীয়ার শান্তিপুরে অধীর চৌধুরী প্রচারে এসে জানালেন আগের কংগ্রেস প্রার্থীকে জিতেছেন আপনারা, কেনাবেচা হয়ে গেছে গরু ছাগলের মতন, তাই ক্ষমা চাইছি

2021 এর বিধানসভা নির্বাচনে এই প্রথম নদীয়া জেলায় নির্বাচনী প্রচারে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস মনোনীত সংযুক্ত মোর্চার শান্তিপুর বিধানসভার প্রার্থী ঋজু ঘোষালের নেতৃত্বে রাস্তায় নেমে নির্বাচনী প্রচার করেন তিনি। শান্তিপুর স্পোর্টিং ক্লাবের মাঠ থেকে মিছিল করে শান্তিপুর স্টেশনে এসে মিছিল শেষে করে গোডাউন মাঠে একটি জনসভা করেন তিনি। বক্তব্যের শুরুতেই শান্তিপুর বাসীর কাছে তিনি ক্ষমা চেয়ে নেন। অধীর চৌধুরী বলেন, এর আগে শান্তিপুরে জোট পার্টি হয়ে জিতেছিলেন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য।তিনি গরু-ছাগলের মতো 50 লক্ষ টাকায় নিজেকে বিক্রি করে তৃণমূলে চলে যান। এখন আবার দল পরিবর্তন করে বিজেপিতে এসেছেন। সেই কারণেই আমি শান্তিপুর বাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এর পাশাপাশি মমতা ব্যানার্জিকে নিশানা করে তিনি বলেন এই কেনাবেচার খেলা তিনি নিজেই শুরু করেছিলেন। এখন সেই খেলাতেই তিনি নিজেই শেষ হয়ে যাচ্ছেন। এর পাশাপাশি বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, এখন দিল্লি থেকে একজন বানিয়া এসেছেন। তিনি কোটি কোটি টাকা বিলি করে বিধায়কদের কিনছেন। বক্তব্যর শেষে তিনি কৃষ্ণনগর জনসভার উদ্দেশ্যে রওনা দেন।