নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু বিরুদ্ধে লড়াই করা প্রার্থী মীনাক্ষী ভট্টাচার্যকে বক্তা হিসেবে পেতে, ডান-বাম আইএস,এফ থেকে যোগাযোগ করা হয়েছিলো আলিমুদ্দিনে। তার কেন্দ্রে ভোট হয়ে যাওয়ার পর থেকে। চরকির মতো ছুটে চলেছেন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত! অতি সাবলীল বোধগম্য সুমিষ্ট ভাষী এই তরুণী বক্তা আজ উপস্থিত হয়েছিলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কুপার্স ক্যাম্পে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী রমা বিশ্বাসের প্রচারের উদ্দেশ্যে। ওই বিধানসভার ছাত্র যুব মহিলা সকলেই অনুপ্রাণিত হচ্ছেন নতুন করে তারা তাদের উৎসের মধ্যে দিয়ে বোঝা গেলো। রানাঘাট দক্ষিনের রমা বিশ্বাস বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরেও জিতেছেন, একসময় ছিলেন জেলা পরিষদের সভাধিপতিও। তাই সংযুক্ত মুদ্রার কোন নেতৃত্ব বা সেলিব্রেটি খুব একটা দেখা যায়নি তার কেন্দ্রে। তবে প্রচারের একদম অন্তিম লগ্নে সেরা প্রচার যে তিনি পেলেন, তা বলছেন এলাকার সংযুক্ত মোর্চার সমর্থিতরা।