নদীয়ার মামজোয়ান এলাকায় বিজেপি কর্মীর উপর গুলি! বিজেপির সম্পূর্ণ রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা সমীর কুমার পোদ্দার

গতকাল মামজোয়ান পঞ্চায়েতের একটি ঘটনাকে কেন্দ্র করে বিজেপির তরফ থেকে দাবি করা হয় যে তৃণমূলের কিছু সমর্থক তাদের কর্মীর ওপর হামলা চালায়। এ প্রসঙ্গে তৃণমূলের প্রার্থী সমীর কুমার পোদ্দার বলেন বিজেপি প্রার্থী কে বিজেপির কোন সমর্থকই পছন্দ করছেন। ওরা বুঝতে পারছে ওদের হার নিশ্চিত। তাই বিভিন্ন জায়গায় ওরা মিথ্যা নাটক করে তৃণমূলের নামে দোষ চাপিয়ে মানুষের সহানুভূতি আদায় করার চেষ্টা করছে। তাদের সাথে যারা আছে তাদের বিগত দিনের ইতিহাস সবাই জানে।ওরা আরো অনেক নাটক করবে কোন লাভ হবে না।