নদীয়ার পলাশী পাড়ার একটি বুথে তৃণমূলের লাগানো ফ্লেক্স ব্যানার খুলে দিয়ে যায় বিজেপি এমনই অভিযোগে চলছে রাজনৈতিক চাপানউতোর

৭৯ পলাশিপাড়া বিধানসভার সোনা ডাঙ্গা ১৬২ নম্বর বুথে গতকাল রাত্রে তৃণমূলের লাগানো ফ্লেক্স ফেস্টুন খুলে দিয়ে যায় বিজেপি এই বলে অভিযোগ জানালেন তৃনমুলের বুথ সভাপতি আশাকুল শেখ। তিনি জানান গত কালকে রাত্রে ফ্লাগ ফেস্টুন লাগানোর পর বাড়ি চলে আসার পর আজ সকালে সেই গুলো বিজেপির লোকেরা খুলে ফেলে । কিন্তু সিপিএম তরফ থেকে জানানো হয়েছে ওই এলাকাতে বিজেপি বা অন্য কোনো দল কোনো রকম ফ্লেক্স লাগাতেও পারে না বলে অভিযোগ। তাহলে কারা খুলেছিল প্রশ্ন থেকে যাচ্ছে। আঞ্চলিক তৃণমূল সভাপতি নাকাশীপাড়া প্রশাসনে ফোন করেন এবং নাকাশিপাড়া ব্লক প্রশাসনের ফ্লাইং স্কোয়াড ও পুলিশ প্রশাসন বিজেপি ,তৃণমূল, সিপিএম এর ফ্লাগ গুলি সরকারি জায়গার ওপর রাখা সব ফ্লাগ খুলে ফেলা হয় ।এই নিয়ে তৃণমূলের তরফ থেকে একটি বিক্ষোভ দেখানো হয়। প্রশ্ন থাকছে শুধু বিজেপির নামে অভিযোগ করা হলো। বিগত নির্বাচনে বিজেপি ও তৃনমুলের একটি অশান্তি সৃষ্টি হয়েছিল। নির্বাচন কমিশন কর্মী তাদের বিষয়টি তদন্ত করছেন।