নদীয়ার চাকদহে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য

বিজেপির এক কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নদিয়ার চাকদা থানার রাওতাড়ি গ্রাম পঞ্চায়েতের মন্ডলপাড়ার।মৃত বিজেপি কর্মীর নাম দিলীপ কীর্তনীয়া । পরিবারের দাবি,দিলীপ সক্রিয় বিজেপি কর্মী ছিল। সেই কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাকে খুন করেছে।এই ঘটনার জেরে চলছে চাকদাহ থানার সামনে বিক্ষোভ, মৃতের আত্মীয়-পরিজন এবং দলীয় কর্মীরা থানার মধ্যেই আগুন জ্বালিয়ে প্রতিবাদ। ঘটনাস্থলে উপস্থিত হন রানাঘাট তপশিলি কেন্দ্রের সংসদ জগন্নাথ সরকার।