নদিয়ার কালীগঞ্জে কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরই বিক্ষোভ দেখালো ব্লক কংগ্রেসের একাংশ। কংগ্রেসের প্রার্থী আবুল কাশেমকে তারা মানছেন না এই দাবি নিয়ে পলাশী মীরা বাজারে 34 নম্বর জাতীয় সড়কে একটি বিক্ষোভ মিছিল করেন। এদিনের এই মিছিলে প্রার্থী আবুল কাশেম ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে ধিক্কার জানান বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা। এ বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন কালীগঞ্জ ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি শানোয়াজ মুন্সি। এই মিছিলের ফলে দলে কোন প্রভাব পড়বে না বলে জানান কংগ্রেস প্রার্থী আবুল কাশেম।