প্রচারে গিয়ে চমক সবাই দিতে চান। সেই চমকেরই প্রধান লক্ষ্য হল মানুষের কাছে পৌঁছ যাওয়া। নিজেকে তাঁদের কাছের মানুষ হিসেবে তুলে ধরা। এবার সেই দৃশ্যই দেখা গেল বিজেপি নেত্রী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও। আজ, রবিবার সকাল সকাল লকেট বেরিয়ে পড়েন প্রচারে। সকাল ১০ টার মধ্যে নবদ্বীপ মায়াপুরে হেলিপ্যাডের মাঠে নেমে মায়াপুর ইস্কনে চন্দ্রোদয়ের মন্দিরে পুজো দিয়ে নবদ্বীপ বিধানসভার বিজেপি প্রার্থী সিদ্ধার্থ শংকর নস্করের সঙ্গে হুলোরঘাট থেকে বামন পুকুর পর্যন্ত রোড শো করে সাধারণ মানুষের সঙ্গে দেখা করলেন।স্বাভাবিকভাবেই অভিনেত্রীর পাশাপাশি কে না যেতে চান। আবার তিনি সাংসদও। আবার তিনি নির্বাচনের ময়দানে। এমন একজনকে কাছে পেলে মানুষের উৎসাহ তো বাড়বেই। সাধারণ মানুষের উৎসাহ দেখে খুশি লকেটও। জানালেন, সকলের উৎসাহই প্রমান করে দিচ্ছে বিজেপি আসছে।