নদিয়ার কৃষ্ণনগরে সংযুক্ত মোর্চা সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী সিলভী সাহা র প্রচারে প্রদেশ কংগ্রেস সভাপতি

নদীয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী তথা শিক্ষিকা সিলভী সাহার সমর্থনে বৃহস্পতিবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড় এলাকায় এক প্রকাশ্য পথ সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যের ক্ষমতাসীন শাসকদল তৃণমূল এর অত্যাচার ও ভারতীয় জনতা পার্টির সাম্প্রদায়িকতা সহ জনবিরোধী নীতির বিরুদ্ধে এই দিন সভা মঞ্চ থেকে সোচ্চার হতে দেখা যায় অধীর বাবু কে। পাশাপাশি আসন্ন নির্বাচনে তৃণমূল বিজেপি কে পরাস্ত করে সংযুক্ত মোর্চার জাতীয় কংগ্রেস প্রার্থী সিলভী সাহাকে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করার মধ্য দিয়ে মানুষের সামাজিক ও সাংবিধানিক অধিকারকে প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি।