শান্তিপুর বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পথনাটক এর মাধ্যমে নির্বাচনী ভোট প্রচার বিজেপির। শুক্রবার শান্তিপুর থানার মোড় এলাকার রাস্তার মোড়ে দিল্লি কলাকার নামক চার যুবকের একটি দল পথনাটক এর মাধ্যমে নির্বাচনী ভোট প্রচার করতে দেখা গেল। ভোট প্রচারে শেষে তারা জানান কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের নির্দেশে তারা এই ভোট প্রচারে এসেছেন, শান্তিপুর বিধানসভা এলাকার রাস্তার পাশে থাকা সাধারণ মানুষকে তাদের পথনাটকের মাধ্যমে কিভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন, কাকে ভোট দেবেন, এ রাজ্যে শাসক দল কি কি কাজ করেছে কেন্দ্র সরকারের একাধিক প্রকল্প লাগু করতে দেয়নি এ রাজ্যের শাসক দল, নিজেদের ভোটকেন্দ্রে গিয়ে বিজেপিকে ভোট দিন সোনার বাংলা গড়ার সুযোগ করে দিন এভাবেই তারা নির্বাচনী ভোট প্রচার করেন। এছাড়াও জেলার অন্যান্য বিধানসভা গুলিতেও এই নির্বাচনে ভোট প্রচার করবেন বলে জানান দিল্লি থেকে আসা দিল্লির কলাকারের নাটকের টিম।