কোচবিহারের শীতলকুচিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপরে হামলার প্রতিবাদে আজ সারা রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাল বিজেপি সমর্থকরা। এদিন দুপুরে নবদ্বীপ থানার সামনে প্রায় ৩০ মিনিট অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল নবদ্বীপ শহর উত্তর মন্ডলের বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযোগ, বারবার বিজেপির রাজ্য সভাপতির উপর হামলা চালাচ্ছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। এদিনের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কনভেনার কমল রায়, নবদ্বীপ উত্তর মন্ডলের সভাপতি আনন্দ দাস, জীবনকৃষ্ণ সেন সহ বহু কর্মী সমর্থকরা।