তৃণমূল ভোটারদের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত।অভিযোগের তীর কংগ্রেসের বিরুদ্ধে। মালদার চাঁচল বিধানসভা ১৪৫ নম্বর বুথের খুড়িয়াল এলাকার ঘটনা। ঘটনায় আহত হয়েছেন দুই দম্পতি।বর্তমানে তারা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে খবর,খুরিয়াল এলাকার এই দুই দম্পতি সোহাগী খাতুন ও আজাহার আলী।এদিন তারা ভোট দিতে বেরিয়েছিল কিন্তু হঠাৎই তাদের পথ আটকায় কিছু কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। তাদেরকে বাধ্য করে যাতে তারা কংগ্রেসকে ভোট দেয়। আর এই নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বামী স্ত্রীর উপর ধারালো অস্ত্রের কোপ বসায় বলে অভিযোগ। বর্তমানে তারা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।অভিযোগ ভিত্তিহীন বলে দাবী কংগ্রেসের।