বামেরা নিজেদের ভোট নিজেরা পেয়ে দেখাক বলে চ্যালেঞ্জ ছুড়লেন তৃনমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক অনিরুদ্ধ বিশ্বাস,
পাশাপাশি সুকান্ত চ্যাটার্জি বলেন ভারত বর্ষের কেউ নেই যে কল্যাণী বিধান সভায় তৃনমূল কংগ্রেসকে হারাবে, এমনটাই জানালেন প্রসঙ্গত আজ গয়েশপুর বেদীভবনে তৃনমূল কংগ্রেসের কর্মী সভায় এসে এমনটাই জানালেন এবারের তৃনমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক অনিরুদ্ধ বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের সহ-সভাপতি মানিক পাল,যুব নেতা কৌশিক ঘোষ, রাজদিপ মুখার্জী ছাত্র নেতা সুদীপ দে সহ বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বৃন্দ।
আজকের সভায় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।