তপ্ত দুপুরেও নদীয়ার শান্তিপুর বিধানসভার সংযুক্তমোর্চার প্রার্থী ঋজু ঘোষাল, কখনো হেঁটে কখনো নিজেই টোটো চালিয়ে করছেন ভোট প্রচার

নদীয়া শান্তিপুর বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী আইনজীবী প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ঋজু ঘোষাল পায়ে হেঁটেই সারছেন পাড়ায় পাড়ায় ভোট প্রচার। আজ হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত নৃসিংহপুর বাজার হাউসসাইট কলোনি, বাবলাবন, সংলগ্ন বেশ কিছু অঞ্চল কখনো পায়ে হেঁটে কখনোবা নিজেই টোটো চালিয়ে সারলেন প্রচারকার্য। সাথে সিপিআইএম শান্তিপুরের এর নেতৃত্ব সৌমেন মাহাতো এবং কিছু কর্মী সমর্থক। গতবার বিধানসভা নির্বাচনে, সিপিআইএম দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সৌমেন মাহাতো, এবং জোট প্রার্থী অরিন্দম ভট্টাচার্য কে জয় সুনিশ্চিত করেছিলেন তিনিই। এবছরের তার নিজেরই প্রার্থী হওয়ার গুজবের কেটেছে বেশ কিছু সময়! খুব বেশি কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যাচ্ছে না সিপিআইএম নিচুতলার কর্মীদের, এ ব্যাপারে সৌমেন মাহাতো জানান , বেশিরভাগ শ্রমজীবী মানুষের দল সিপিআইএম তাই দিনের বেলায় অধিকাংশ কাজের চাপ থাকে, তবে বিকেলের অনুষ্ঠানগুলো খেয়াল করে দেখবেন নিশ্চয়ই সকলে উপস্থিত থাকছেন।
ওই এলাকার প্রধান জীবিকা ধান থেকে চাল তৈরি করার পাড়ং বা খামারে কর্মরত শ্রমিকদের সাথে হাত মিলিয়ে কাজ কিছুটা কাজ এগিয়ে দেওয়ার দৃশ্য ধরা পড়লো আমাদের ক্যামেরায়। উপস্থিত কর্মী সমর্থকদের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, এখন চলছে প্রার্থী পরিচয় পর্ব, ক্রমাগত বাড়বে তাদের স্বতঃস্ফূর্ততা , মানুষের কাছে তৃণমূল এবং বিজেপি উভয়ের গ্রহণযোগ্যতা হারিয়েছে কর্মী-সমর্থকদের ঔদ্ধত্যায় , তাই বিকল্প হিসেবে সংযুক্তমোর্চাকে কে বেছে নেবে মানুষ। জেতার ব্যাপারে 100% নিশ্চিত আমি।