কোতুলপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়

আমি ভাঙি তবু মচকাইনা। কোতুলপুরের সভা থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন আমার মা বোনেরা সজাগ থাকুন কোন বহিরাগতদের প্রবেশ করতে দেবেন না বহিরাগতরা এলে তাদের ঝাঁটা হাতে বিদায় করুন। আর বিজেপি ভেবেছিল আমার একটা পা ভেঙে আমাকে ঘরবন্দি করে রাখবে কিন্তু ওরা পারল না আমার একটা পা ঠিক আছে ওই পা তেই আমি গোল মেরে মাঠের বাইরে বার করে দেব।