বৃহস্পতিবার বাইক মিছিলের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকুল রায়। কৃষ্ণনগর রাজবাড়ি থেকে আজকের এই মিছিল এর সূচনা হয়। প্রায় 300 মোটর বাইকে নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা আজকে এই মিছিল অংশগ্রহণ করেন। কৃষ্ণনগর রাজবাড়ীতে মিছিল শুরু করে শক্তিনগর, নরেন্দ্রনাথ সহ বেশ কয়েকটি জায়গা পরিক্রমা করে আবার রাজবাড়ীতে ফিরে এই মিছিলের পরিসমাপ্তি ঘটে। প্রায় হাজারখানেক কর্মী-সমর্থক আজকের সকালের বাইক মিছিল অংশ নেন। আজকে বাইক মিছিল শুরুর আগে বেশ কিছু রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদান করেন মুকুল রায়ে হাত ধরে বলে জানা যায়।