ইন্দাস বিধানসভার সিপিআইএম প্রার্থী নয়ন শীল বাগদির সমর্থনে ইন্দাস ব্লকের বামনিয়া হাটতলায় অনুষ্ঠিত হলো একটি জনসভা । 2021 বিধানসভা নির্বাচনে সিপিআইএম নেতৃত্ব ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সে মতোই দলীয় প্রার্থীদের সমর্থনে সিপিআইএম নেতৃত্ব মিছিল ও জনসভা করছেন । বৃহস্পতিবার বামনিয়া হাটতলায় জনসভায় প্রায় হাজার খানেক সিপিআইএম কর্মী সমর্থক অংশগ্রহণ করেছিলেন । বৃহস্পতিবারের এই জনসভা ইন্দাস বিধানসভা এলাকায় সিপিআইএম কর্মী-সমর্থকদের বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।
ইন্দাস বিধানসভার সিপিআইএম প্রার্থী নয়ন শীল বাগদী বলেন , কৃষকরা ফসলের সঠিক দাম পাচ্ছে না দারিদ্রসীমা আরো বেড়ে যাচ্ছে তার বিরুদ্ধে সিপিআইএম কে পুনরায় প্রতিষ্ঠা করতে হবে বাংলায় ।