আমি কোন দিনই বিজেপিতে যাব না- সাওনি

জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিকদের সামনে মুর্শিদাবাদ বিধানসভার তৃণমূল প্রার্থী শাওনি সিং রায় জানালেন হিন্দু ধর্মকে নিয়ে রাজনীতি করছে বিজেপি জোট রাজনীতি বিজেপিকে সুযোগ করে দিচ্ছে এবং বিজেপির বি হিসাবে কাজ করছে।
মহিলাদের জন্য দিদি অনেক কিছু করেছেন এবং এস এইচ জি গ্রুপের জন্য 5000 টাকা এবং সর্বস্তরের মানুষের কাছে ফ্রি রেশন ব্যবস্থা তিনি করে দিয়েছেন 67 প্রকল্প বাংলায় বজায় রাখতে হবে মহিলাদের ব্যাংক একাউন্টে 500 টাকা করে তিনি দিয়েছেন তাই প্রার্থীর কথা মহিলারা যেন দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। কিছু মানুষ নিচু মনের রাজনীতি করছে তৃণমূলের উন্নয়ন কে দেখে আমি তৃণমূল কংগ্রেসের যোগ দিই জোট নিয়ে কংগ্রেস মুর্শিদাবাদ বিধানসভার প্রার্থী মুসলিম এলাকায় গিয়ে কংগ্রেসকে ভোট দিতে বলছে এবং বিজেপি হিন্দু এলাকায় গিয়ে বিজেপিকে ভোট দিতে বলছে এটা একটা নতুন ধর্মীয় মেরুকরণ।
মানুষের বক্তব্য মমতা ব্যানার্জীর উন্নয়ন করেছেন ভোট মমতা ব্যানার্জিকে দিতে হবে দিদিকে সামনে রেখে বিধানসভা নির্বাচনে ভোট হচ্ছে।
কিছু জন বলছেন শাওনি সিং রায় কংগ্রেস থেকে তৃণমূল এসেছে ভোটে জেতার পর তিনি বিজেপিতে যোগ দেবেন নিজে জানালেন তিনি কোনদিন বিজেপিতে যোগদান করবেন না, তিনি তাদের উদ্দেশ্যে বলার চেষ্টা করেন বেশিভাগই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছে তার মধ্যে কিছু জন বামফ্রন্ট থেকেও এসেছেন। তৃণমূল কোন ধর্মীয় মেরুকরণের রাজনীতি করেনা ।