আবারো তৃণমূলের পতাকা ফ্লেক্স পোড়ানোর অভিযোগ নদীয়ার শান্তিপুরে

গতকাল রাত দেড়টা নাগাদ, শান্তিপুর শহরের 22 নম্বর ওয়ার্ডের তেঁতুলতলায় তৃণমূলের বেশ কিছু, ফ্ল্যাগ ফেস্টুন আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় বিজেপির বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দুটো নাগাদ , খেয়াল করেন চার-পাঁচটা দলীয় পতাকা এবং শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজয় দের নামাঙ্কিত ব্যানারে আগুন জ্বলছে! তবে কে বা কারা আগুন ধরিয়েছে তা কাউকে লক্ষ্য করা যায়নি!
তৃণমূল কংগ্রেসের শান্তিপুর শহর 22 নম্বর ওয়ার্ড সভাপতি সুরজিৎ সাহা জানান, স্থানীয় এক বিজেপি সমর্থক শান্তিগড় বাজারে মদ বিক্রেতা এবং দুষ্কৃতী অপু দাসকে সন্দেহ করছি বিষয়ে, এই অনুযায়ী শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করতে চলেছি, তবে ফোনে জানানো হয়েছে কিছুক্ষণের মধ্যেই তারা এসে পৌঁছাবেন।
স্থানীয় বিজেপি নেতৃত্ব গোপেন বিশ্বাস জানান, তাদের বিজেপি দল এ ধরনের কোন নোংরা কাজের সঙ্গে জড়িত থাকেনা, এটা তৃণমূলের সাজানো ঘটনা, মিথ্যে অভিযোগে বিজেপিকে কলুষিত করার চেষ্টা।