নদীয়া শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত মেথিরডাঙ্গা গ্রামে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার উপস্থিত হয় সকাল দশটা নাগাদ! এরপর স্থানীয় বিজেপি কর্মী সমর্থক দের উপস্থিতিতে, গোটা নৃসিংহ পুর অঞ্চল চৌধুরীপাড়া কখনো হুডখোলা গাড়িতে কখনো বা পদব্রজে প্রচার সারলেন তপ্ত দুপুর এর মাঝে। আদিবাসী নৃত্যর সাথে তাল মেলাতে শ্রীখোল তুলে নিলেন কাঁধে। নগর কীর্তনের আদলে হাঁটতে হাঁটতে একের পর এক গ্রাম পার করলেন, সাথে বার্তা একটাই জিততে নয়, বহুদিন বাদে আবারো শান্তিপুর থেকে মন্ত্রীত্বের দাবিতে ভোট প্রদান করার কথা। গ্রামের মেঠো পথে, কৃষক শ্রমিকের খুব তাড়াতাড়ি কাছের হয়ে যাওয়া মানুষ টি সাবলীলভাবেই প্রায় প্রতিদিনই এভাবেই জনসংযোগ বৃদ্ধি করে চলেছেন ক্রমশ।