আরো বড় ব্যবধানে জিতবো, তৃণমূল এই গদ্দার মুকুটমণি কে বিশ্বাস করবে না, তৃণমূলের প্রার্থী ঘোষণার পর করা আক্রমণ বিজেপি প্রার্থী জগন্নাথের

আরো বড় ব্যবধানে জিতবো, তৃণমূল এই গদ্দার মুকুটমণি কে বিশ্বাস করবে না, তৃণমূলের প্রার্থী ঘোষণার পর করা আক্রমণ বিজেপি প্রার্থী জগন্নাথের

নদীয়া,

ব্রিগেডের জনগর্জন সভা থেকে রাজ্যের ৪২ টি আসনে লোকসভা প্রার্থী ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস । একের পর এক চমকও রয়েছে সেই প্রার্থী তালিকায় ।তবে রানাঘাট লোকসভা কেন্দ্রে সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা, রানাঘাট দক্ষিণের বিধায়ক ডক্টর মুকুটমনি অধিকারী কে প্রার্থী নির্বাচিত করল তৃণমূল কংগ্রেস । যদিও তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকার। সুতরাং ,এবছর ভোটের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ ডঃ মুকুটমনি অধিকারী এবং জগন্নাথ সরকারকে নিয়ে বিজেপির অন্তর কলহ এর আগেই প্রকাশ্যে এসছে। তারপরেই মুকুটের দলবদল অনেকটাই রাজনৈতিক পরিসংখ্যান পরিষ্কার করে দিয়েছিল ,রানাঘাট লোকসভা কেন্দ্রে তার প্রার্থী হওয়ার কারণ। তবে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরই ,রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডঃ মুকুট মনি অধিকারী কে স্বাগত জানিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেন, অন্য কেউ ভোটে দাঁড়ালে হয়তো জয়ের ব্যবধানটা এক লক্ষ হত ।তবে মুকুট ভোটে দাঁড়ানোর কারণে ব্যবধানটা দু লক্ষ পেরিয়ে যাবে। কারণ সাধারণ মানুষ তৃণমূলের দুর্নীতি এবং তাদের হিংস্রতা চোখের সামনে দেখেছে ।শুধু তাই নয় মুকুটমনি অধিকারী কে অনভিজ্ঞ, অপরিণত ,লোভী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও অভিহিত করেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ।