বেহাল রাস্তা সংস্কারের দাবিতে চাকদায় রাজ্য সড়ক অবরোধ করলো বেজপাড়ার বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি কল্যাণী সুবীর দাস।

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে চাকদায় রাজ্য সড়ক অবরোধ করলো বেজপাড়ার বাসিন্দারা

নদিয়া জেলার চাকদা ব্লকের ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেজপাড়া, বনমালী পাড়া হয়ে হিংনারা অঞ্চলে যাওয়ার একমাত্র রাস্তা। প্রায় ৭ কিলোমিটার রাস্তা। তারমধ্যে মাঝে প্রায় দু কিলোমিটার রাস্তার বেহাল দশা। খানাখন্দে ভরা। পতি মুহূর্তে ঘটছে দুর্ঘটনা। মরণফাদের পরিণত হয়েছে রাস্তা। এই রাস্তার দুপাশে রয়েছে একাধিক গ্রাম। কয়েক হাজার পরিবারের বসবাস। যারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। ২,০০০ সালে এই রাস্তায় দুর্ঘটনা কবলে পড়ে প্রাণ হারিয়েছেন স্থানীয় এক যুবতী ছাত্রী। তখন প্রতিবাদ হয়েছিল। রাস্তা অবরোধ হয়েছিল। প্রশাসনের কাছে এই রাস্তা সংস্কারের দাবি রেখেছিল স্থানীয়রা। কিন্তু লাভের লাভ কিছু হয়নি মিলেছিল প্রতিশ্রুতি আজ পর্যন্ত কাজ হয়নি। প্রত্যেক বছরই এই রাস্তায় চলাচল করতে বর্ষাকালে বড়োসড়ো সমস্যায় পড়ে এলাকাবাসী। স্থানীয় পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত অফিস, ব্লক অফিস সহ সংশ্লিষ্ট প্রশাসনে বারংবার আবেদন জানিয়ে, স্মারকলিপি জমা দিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ। ফলে আজ অর্থাৎ সোমবার নিমতলা গামী চাকদা বনগাঁ ২৮ নম্বর রাজ্য সড়কের মুক্তি পাড়া মোরে রাস্তা অবরোধ করে স্থানীয়রা। তাদের এলাকার রাস্তা সংস্কারের দাবি তুলে এই রাস্তা অবরোধ করে বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাকদা থানার পুলিশ। দীর্ঘ আড়াই ঘন্টা রাস্তা অবরোধ চলার পর অবশেষে প্রশাসনের আশ্বাস পেলে রাস্তা অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে তারা হুশিয়ারি দিয়েছে নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।