মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী এক সঙ্গে এক মঞ্চে

নিউস ডেস্ক, কলকাতা :‌ দীর্ঘ প্রায় এক বছর পর আজ শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। উপলক্ষ নেতাজি সুভাষচন্দ্রের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন কেন্দ্র সরকারের উদ্যোগে।বিকেল সাড়ে চারটে থেরে সন্ধে সাতটি পর্যন্ত সেখানে উপস্থিত রাখবেন মোদি। সেখানে ভাষণ দেওয়ার কথা আমাদের মুখ্যমন্ত্রীর, বক্তব্য রাখবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিংহ পটেল।

নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। কমিটির শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী। এই কমিটিরই সদস্য হিসেবে রয়েছে মমতা ব্যানার্জি। কমিটির সদস্য হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিসিসিআই চেয়ারম্যান সৌরভ গঙ্গোপধ্যায়। বাংলা থেকে জয়ী বিজেপি সাংসদরা ছাড়াও সদ্য বিজেপি–তে যোগদানকারী শুভেন্দু অধিকারী এবং সুনীল মণ্ডলও এই কমিটির সদস্য। কমিটিতে রয়েছেন মিঠুন চক্রবর্তীও।