অরবিন্দ মণ্ডল ,বীরভূম:- রাজ্য রাজনীতিতে এখন অনেকটাই জায়গা করে ফেলেছে মিম।গোটা বীরভূম জুড়ে চলছে মিম এর সভা, বহু এলাকায় বিভিন্ন মানুষ যুক্ত হচ্ছেন মিমের সঙ্গে। যদিও রাজ্যের শাসক দল মিমকে নিয়ে ততটা মাথা ঘামাতে নারাজ, তবুও বীরভূম জেলায় বেশ কিছুটা মাথাচাড়া দিয়ে উঠেছে মিম। তাদের সব থেকে বেশি ভালো সংগঠন বীরভূমের মুরারাই এলাকায় পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও।
বীরভূম জেলা মিম পার্টির সম্পাদক ,শোয়েব আক্তার
জানান বীরভূম জেলায় মিম পার্টির প্রভাব খুব ভালো। বীরভূম জেলায় তারা প্রথমে চারটি জায়গায় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করলেও পরে তারা বীরভূম জেলায় এগারোটার মধ্যে এগারোটা থেকে প্রার্থী দেবেন সে কথাও ঘোষণা করেন। তিনি আরও জানান আমরা শুধু সংখ্যালঘু মুসলিম নয় সকল জাতিকে নিয়ে চলি এবং সকল জাতির সঙ্গে আছি, সবসময় মানুষের পাশে আছি।
গতকাল মুরারই এর বিধায়ক আব্দুর রহমান বলেছেন মুরারই এ মিম পার্টির কোন সংগঠন নেই। তার পরিপ্রেক্ষিতে মিম পার্টির জেলা সম্পাদক শোয়েব আক্তারের বক্তব্য মিম পার্টির সংগঠন বীরভূম জেলায় খুব মজবুত তার মধ্যে মুরারই বিধানসভায় বেশি মজবুত। আমরা মুরারই বিধানসভার মানুষের পাশে আছি। তিনি আরও জানান মুরারই এর বিধায়ক মানুষের পাশে থাকেন না, তাই মুরারই এর মানুষও বিধায়কের পাশে নেই। বিগত লকডাউন এর সময় কোনো মানুষের পাশে ছিলেন না এলাকার বিধায়ক।
পাশাপাশি মিম পার্টির জেলা সম্পাদক শোয়েব আক্তার চ্যালেঞ্জ দিয়ে বলেন এই সময় ভোট হলে যদি মুরারই এর বিধায়ক আব্দুর রহমান দাঁড়ান, তাহলে আব্দুর রহমান পাবেন দশ পার্সেন্ট ভোট, আর মিম পার্টির প্রার্থী তার সামনে 90 পার্সেন্ট ভোট .