নরেশ ভকত, বাঁকুড়াঃ রাজ্যের মুখ্যমন্ত্রী যে খানে সব ধর্মের মানুষের জন্য সব রকমই উন্নয়ন করে চলেছেন।ঠিক তখনই আজ বাঁকুড়ার বিষ্ণুপুরে বেশ কয়েক দফা দাবি জানিয়ে সাংবাদিক বৈঠক করা হলো।এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য লালন সিং,বাঁকুড়া জেলার সভাপতি গৌরিশঙ্কর নারায়ন দেব সহ প্রথম সারির নেতৃত্ব বৃন্দ।
এই বৈঠকে রাজ্য সরকারের উপরে ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় কমিটির সদস্য লালন সিং। তিনি জানান ক্ষত্রিয়দের ১০ /% সংরক্ষন করতে হবে।বিষ্ণুপুরের মন্দিরগুলো দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে কোনো রক্ষনাবেক্ষন নেই এবং তিনি অারও বলেন খাতড়ার অম্বিকা নগরে মুর্তি চুরির কোনো কিনারা প্রশাসন করতে পারেনি।তিনি আরও বলেন আমাদের ক্ষত্রিয়দের যে সরকার দেখবে আমরা তার সাথে মজবুত ভাবে থাকতে চাই।