তৃণমূল তাদের স্বভাব চরিত্র অনুযায়ী কাজ করছে

নিউস ডেস্ক, রাজ্য :- গতকাল রাতে কাঁদি পেট্রোল পাম্পের সামনে কংগ্রেসের হোডিং পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে , আজ জেলা কংগ্রেস কার্যালয় সেই প্রসঙ্গে কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন তৃনমুল তার স্বভাব চরিত্র অনুযায়ী ব্যানার পোস্টার ছিড়েঁছে , এইভাবে কংগ্রেসকে রোখা যাবে না। দিদি দু ‘বার ক্ষমতায় আসবেন না। দিদি তার ভাইদের বলে দিয়েছেন রাজনৈতিক লড়াই নয় পোস্টার-ব্যানার হোডিং ছিড়ে দাওএই ব্যাপারটি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে পুলিশ ব্যবস্থা করলে করুক তাদের প্রতি আমাদের ভরসা ও নাই।

রাজ্যপালকে উনি ভয় পাচ্ছেন ঘন্টাখানেক ধরে রাজ্যপালের সঙ্গে কি আলোচনা হচ্ছে।নতুন বছরে রাজ্যপাল কে শুভেচ্ছা জানাতে যেতেই পারে তবে সেই শুভেচ্ছাবার্তা এক ঘন্টার উপরে লাগে বলে জানেন না বলে মনে করছেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যপালের আক্রমণে দিদি ভয় পেয়েছেন তাই হয়তো তিনি রাজ্যপাল কে ম্যানেজ করতে চাইছেন। বলে মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী।